সকল মেনু

সিএসইর এসএমই প্ল্যটফর্মে মঙ্গলবার লেনদেন শুরু হিমাদ্রির

স্টাফ  রিপোর্টার: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) এসএমই প্ল্যাটফর্মে লেনদেন শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত কোম্পানি হিমাদ্রি লিমিটেডের।

বিবিধ খাতে সিএসইতে তালিকাভুক্ত কোম্পানিটি মঙ্গলবার (১১ এপ্রিল) থেকে লেনদেন শুরু করে বলে সিএসই সূত্রে এ জানা গেছে।

সিএসইর দেয়া তথ্যানুযায়ী, হিমাদ্রি লিমিটেডের স্ক্রিপ আইডি হলো- ‘32605’ এবং স্ক্রিপ কোড- ‘HIMADRI’। আর, ডিএসইতে কোম্পানির সর্বশেষ শেয়ারদর অর্থাৎ, ৩৫ টাকা ৩০ পয়সাকে রেফারেন্স প্রাইস হিসেবে ধরা হবে সিএসইতে।

দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর এসএমই প্ল্যাটফর্মে ২০২১ সালে লেনদেন শুরু করে হিমাদ্রি লিমিটেড। এর প্রায় দুই বছর পর সিএসইর এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হলো কোম্পানিটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top