সকল মেনু

ইতিবাচক ধারায় সিরামিক খাতের ৪ কোম্পানি

স্টাফ রিপোর্টার: সিরামিক খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির মধ্যে ৪টি বেশ ভালো অবস্থানে রয়েছে। অর্থাৎ, কেবল স্ট্যান্ডার্ড সিরামিক ছাড়া ফুওয়াং, মুন্নু, আরএকে ও শাইনপুকুর সিরামিকে রিজার্ভ এবং শেয়ারপ্রতি আয় বা ইপিএস ইতিবাচক। তবে, শেয়ারপ্রতি লোকসানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক।

কোম্পানিগুলোর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে দেয়া তথ্য বিশ্লেষণে এমন চিত্র দেখা গেছে।

তথ্যানুযায়ী, মুন্নু ও শাইনপুকুর সিরামিকে পরিশোধিত মূলধন অপেক্ষা রিজার্ভ রয়েছে বেশি। আর, ফুওয়াং ও আরএকে সিরামিকে পরিশোধিত মূলধনের কম রিজার্ভ রয়েছে।

মুন্নু সিরামিক: পরিশোধিত মূলধনের তুলনায় স্বল্প মূলধনী এ কোম্পানির রিজার্ভ রয়েছে সবচেয়ে বেশি। অর্থাৎ, কোম্পানিটির রিজার্ভ রয়েছে পরিশোধিত মূলধনের ৭ দশমিক ৩০ গুণ বা, ২৭৫ কোটি ৪১ লাখ টাকা। আর, পরিশোধিত মূলধনের পরিমাণ ৩৭ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকা।

মুন্নু সিরামিকের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, শেয়ারপ্রতি সম্পদ মূল্য বা এনএভিপিএস ৮৩ টাকা ০১ পয়সায় দাঁড়িয়েছে।

আবার, সর্বশেষ চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর/২২ পর্যন্ত ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, মুন্নু সিরামিকের শেয়ারপ্রতি মুনাফা বা ইপিএস হয়েছে ১ টাকা ৩ পয়সা।

কোম্পানিটি সর্বশেষ ২০২২ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

শাইনপুকুর সিরামিক: পরিশোধিত মূলধনের তুলনায় শাইনপুকুরের রিজার্ভ রয়েছে বেশি। অর্থাৎ, কোম্পানিটির রিজার্ভ রয়েছে পরিশোধিত মূলধনের ২ দশমিক ১৫ গুণ বা, ৩১৬ কোটি ৩৬ লাখ টাকা। আর, পরিশোধিত মূলধনের পরিমাণ ১৪৬ কোটি ৯৬ লাখ ৬০ হাজার টাকা।

শাইনপুকুরের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, শেয়ারপ্রতি সম্পদ মূল্য বা এনএভিপিএস ৩১ টাকা ৫৩ পয়সায় দাঁড়িয়েছে।

আবার, সর্বশেষ চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর/২২ পর্যন্ত ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, শাইনপুকুর সিরামিকের শেয়ারপ্রতি মুনাফা বা ইপিএস হয়েছে ৩৯ পয়সা।

কোম্পানিটি সর্বশেষ ২০২২ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

ফুওয়াং সিরামিক: পরিশোধিত মূলধনের তুলনায় ফুওয়াং সিরামিকের রিজার্ভ কম। অর্থাৎ, কোম্পানিটির রিজার্ভে রয়েছে ১৬ কোটি ৭১ লাখ টাকা। আর, পরিশোধিত মূলধনের পরিমাণ ১৩৬ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা।

ফুওয়াং সিরামিকের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, শেয়ারপ্রতি সম্পদ মূল্য বা এনএভিপিএস ১১ টাকা ৭৮ পয়সায় দাঁড়িয়েছে।

আবার, সর্বশেষ চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর/২২ পর্যন্ত ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, মুন্নু সিরামিকের শেয়ারপ্রতি মুনাফা বা ইপিএস হয়েছে ২৩ পয়সা।

কোম্পানিটি সর্বশেষ ২০২২ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

আরএকে সিরামিক: পরিশোধিত মূলধনের তুলনায় আরএকে সিরামিকের রিজার্ভ কম। অর্থাৎ, কোম্পানিটির রিজার্ভে রয়েছে ১৮৮ কোটি ৩৮ লাখ টাকা। আর, পরিশোধিত মূলধনের পরিমাণ ৪২৭ কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকা।

আরএকে সিরামিকের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, শেয়ারপ্রতি সম্পদ মূল্য বা এনএভিপিএস ১৭ টাকা ৫৩ পয়সায় দাঁড়িয়েছে।

আবার, সর্বশেষ চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর/২২ পর্যন্ত ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, মুন্নু সিরামিকের শেয়ারপ্রতি মুনাফা বা ইপিএস হয়েছে ২ টাকা ১২ পয়সা।

কোম্পানিটি সর্বশেষ ২০২২ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

অন্যদিকে, স্ট্যান্ডার্ড সিরামিক শেয়ারপ্রতি ২ টাকা ৯৯ পয়সা লোকসানে রয়েছে। কোম্পানির সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, শেয়ারপ্রতি সম্পদ মূল্য বা এনএভিপিএস ৬ টাকা ৬৬ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটির পরিশোধিত মূলধন ৬ কোটি ৪৬ লাখ ১০ হাজার টাকা। বিপরীতে রিজার্ভ রয়েছে নেগেটিভ বা মাইনাস ৩ কোটি ৬৩ লাখ টাকা।

স্ট্যান্ডার্ড সিরামিক সর্বশেষ ২০২২ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top