সকল মেনু

নতুন ঠিকানায় প্রাইম ব্যাংকের শেয়ারহোল্ডারদের রিলেশন অফিস

স্টাফ রিপোর্টার: ব্যাংকিং খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের পর্ষদ শেয়ারহোল্ডারদের রিলেশন অফিসের ঠিকানা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ মে নতুন ঠিকানায় স্থানান্তরিত হবে প্রতিষ্ঠানটির শেয়ার সংক্রান্ত যোগাযোগ কার্য্যালয়।

এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বৃহস্পতিবার একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, প্রাইম ব্যাংকের শেয়ারহোল্ডারদের রিলেশন অফিসের নতুন ঠিকানা- প্রাইম টাওয়ার, প্লট: ৩৫ ও ৮, ২য় তলা, নিকুঞ্জ সি/এ, ঢাকা- ১২২৯।

শেয়ারমার্কেটে ২০০০ সালে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক লিমিটেডের অনুমোদিত মূলধনের পরিমাণ ২ হাজার ৫০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ১ হাজার ১৩২ কোটি ২৮ লাখ টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ১ হাজার ৭২০ কোটি ৭ লাখ টাকা।

জাহিনটেক্সের মোট শেয়ারসংখ্যা ১১৩ কোটি ২২ লাখ ৮৩ হাজার ৪৭৭টি। এরমধ্যে উদ্যোক্তা/পরিচালকদের হাতে রযেছে ৩৯ দশমিক ২১ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর রয়েছে ৩৮ দশমিক ৭৩ শতাংশ শেয়ার। বিদেশিদের রয়েছে শূন্য দশমিক ৫০ শতাংশ। বাকি ২১ দশমিক ৫৬ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top