স্টাফ রিপোর্টার: জ্বালানী ও শক্তি খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড ৩২২ ডেসিমল জমি বিক্রয় করবে। কোম্পানির গত ৩০ এপ্রিলের পর্ষদ সভায় ৩১ মার্চ-২০২৩-এ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি জমি বিক্রয়ের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে মঙ্গলবার (২ মে) এ তথ্য জানা গেছে।
তথ্যানুযায়ী, নারায়নগঞ্জের রূপগঞ্জে বেলদি মৌজায় অবস্থিত এ জমি বিক্রয়ের বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে এনার্জিপ্যাক।
আগামী ১৪ জুন-২০২৩, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির ইজিএম এবং ২৩ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।