Homeকোম্পানি সংবাদএমারেল্ড অয়েলের অস্বাভাবিক দর বৃদ্ধি: তদন্ত চায় বিএসইসি

এমারেল্ড অয়েলের অস্বাভাবিক দর বৃদ্ধি: তদন্ত চায় বিএসইসি

স্টাফ রিপোর্টার: খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ১ মাসের ব্যবধানে প্রতিষ্ঠানটির শেয়ারদর অস্বাভাবিকহারে বাড়ার কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

এমারেল্ড অয়েলের শেয়ারদর বিশ্লেষণে দেখা যায়, গত ২ এপ্রিল শেয়ারটির সর্বশেষ দর বা ক্লোজিং প্রাইস ছিল ৩০ টাকা ৮০ পয়সা। ২ মে এর সর্বশেষ দর বা ক্লোজিং প্রাইস ৬৪ টাকা ৯০ পয়সায় দাঁড়ায়। এতে ১ মাসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ৩৪ টাকা ১০ পয়সা। -যা দ্বিগুনেরও বেশি।

দীর্ঘ দিন লভ্যাংশ না দিলেও প্রতিষ্ঠানটির শেয়ারদরের ধারাবাহিক বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করে বিএসইসি। -যেকারণে বিষয়টি খতিয়ে দেখতে ডিএসইকে এমন নির্দেশনা দেয় বিএসইসি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত