স্টাফ রিপোর্টার: বীমা খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সূচী অনুযায়ী, আগামী ১৪ মে বিকাল ৩টায় পর্ষদ সভা আহ্বান করেছে প্রতিষ্ঠানটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে রোববার (৭ এপ্রিল) এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, আগামী ৮ মে পর্ষদ সভার তারিখ নির্ধারণ করেছিল প্রতিষ্ঠানটি। অনিবার্য কারণে তা স্থগিত করে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
সভায় কোম্পানির ৩১ মার্চ, ২০২৩ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। প্রতিবেদনটি পর্ষদের অনুমোদনের পর তা প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স।