স্টাফ রিপোর্টার: শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার পাঠিয়েছে সম্প্রতি আইপিও সম্পন্ন করা কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে এ শেয়ার জমা করা হয়।
সিডিবিএল সূত্রে মঙ্গলবার (৯ মে/২০২৩) এ তথ্য জানা গেছে।
সিডিবিএল জানায়, কোম্পানিটির আইপিও শেয়ার গতকাল সোমবার (৮ মে) শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠানো হয়েছে।
এর আগে, গত ৩ এপ্রিল, সোমবার থেকে শুরু করে ৯ এপ্রিল, রোববার পর্যন্ত চলেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আইপিওতে আবেদন গ্রহণ। আর, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৫৩ তম কমিশন-সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়।
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি নির্ধারিত ১০ টাকা মূল্যে ১ কোটি ৬০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা উত্তোলন করে। উত্তোলিত অর্থ সরকারি ট্রেজারি বন্ড, শেয়ারবাজারে বিনিয়োগ, এফডিআরে বিনিয়োগ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করার কথা রয়েছে প্রতিষ্ঠানটির।
কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।
উল্লেখ্য, শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার ডিভিডেন্ড অনুমোদন, ঘোষণা বা বিতরণ করতে পারবেনা।