আপডেট : মে ১৭, ২০২৩ , ৪:২৯ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: লংকাবাংলা ফাইন্যান্সের চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২৩) ব্যবসায় মুনাফা কমেছে ৬৫ শতাংশ।
মঙ্গলবার (১৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৫ টাকা।
যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৪৩ টাকা। এ হিসাবে (ইপিএস) কমেছে ০.২৮ টাকা বা ৬৫ শতাংশ। গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য সমন্বিত (এনএভিপিএস) ছিল ১৯.৪১ টাকায়।
লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড চতুর্থ জিরো কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। গত সোমবার অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এ বিষয়ে পরিচালকদের অনুমোদনও নেয়া হয়েছে।
একই সভা থেকে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটির (এনবিএফআই) চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছে।
তথ্য অনুসারে, চতুর্থ জিরো কুপন বন্ড ইস্যু করে পুঁজিবাজার থেকে ২০০ কোটি টাকা সংগ্রহ করতে চায় লংকাবাংলা ফাইন্যান্স। কোম্পানির চলমান আর্থিক চাহিদার বিপরীতে তারল্যের জোগান দিতে এ অর্থ ব্যবহার করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন চাইবে এনবিএফআইটি।
শেয়ার করুন-
আপডেট : মে ১৭, ২০২৩ , ৪:২৯ পূর্বাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।