সকল মেনু

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট

স্টাফ রিপোর্টার: বস্ত্র খাতের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আগের পরিচালনা পর্ষদ বহাল রাখার পক্ষে রায় দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। কোম্পানিটির পর্ষদ পুনর্গঠনের বিষয়ে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে আপিল করা হয়েছিল।

সে আপিলের নিষ্পত্তি করে সম্প্রতি এ রায় দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। বেঞ্চের অন্য দুই বিচারক ছিলেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন।

আদালতে সিমটেক্সের পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম, সাইদ আহম্মেদ রাজা ও শাহ মনজুর আহম্মেদ। অন্যদিকে বিএসইসির পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন আইনজীবী এ এম মাসুম বিল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দীন।

এ বিষয়ে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সরোয়ার হোসেন রায়ের প্রতিক্রিয়ায় বলেন, উচ্চ আদালতের কাছে আমরা কাঙ্কিাষত ন্যায় বিচার পেয়েছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top