Homeএজিএম/ইজিএমসাবমেরিন ক্যাবলসের ৫১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

সাবমেরিন ক্যাবলসের ৫১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির (বিএসসিপিএলসি) ১৫তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২২-২৩ অর্থবছরে ঘোষিত ৫১% নগদ লভ্যাংশ ঘোষিত ও অনুমোদিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ও কোম্পানির চেয়ারম্যান আবু হেনা মোরশেদ জামান। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মো. আবদুল মোমিন, মোহাম্মদ গোলম সরওয়ার ই কায়নাত, ড. নাছিমা আকতার, অধ্যাপক ড. মো. মোস্তফা আকবর, কর্ণেল ইকরাম আহমেদ ভূঁইয়া, অডিট কমিটির চেয়ারম্যান এবং স্বতন্ত্র পরিচালক সৈয়দ মামনুন কাদের, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আজম আলী, কোম্পানি সচিব মো. আব্দুস সালাম খাঁন, এফসিএসসহ কোম্পানির কর্মকর্তাসহ অনেকে।

শেয়ারহোল্ডাররা সভায় পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে কোম্পানির সার্বিক সাফল্য ও উন্নতিতে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য ধন্যবাদ জানান। সভায় তারা কোম্পানির রাজস্ব আয়, লভ্যাংশের পরিমাণ ও ব্যান্ডউইথের ব্যবহার গত বছর থেকে বৃদ্ধি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

২০২১-২২ অর্থ বছরে কোম্পানির মোট ব্যান্ডউইথ লিজের পরিমাণ ছিল ২০৬৮.৮৮ জিবিপিএস যার বিপরীতে ২০২২-২০২৩ অর্থ বছরে কোম্পানির ব্যান্ডউইথ লিজের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৫৫৬.০০ জিবিপিএস।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) গত ২০২২-২০২৩ অর্থ বছরে ২৭৯.০৩ কোটি টাকা নীট মুনাফা অর্জন করেছে এবং ৩০শে জুন ২০২৩ তারিখে কোম্পানির শেয়ারহোল্ডারর্স ইক্যুইটি ১৪০২.৫৫ কোটি টাকায় উন্নীত হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত