প্রকাশ : অক্টোবর ৩, ২০২৪ , ১০:৫৭ অপরাহ্ণ
শেয়ার করুন-
বেক্সিমকো, সামিট, এস আলম, বসুন্ধরা, ওরিয়ন, নাসা গ্রুপের সব প্রতিষ্ঠান ও থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডের (নগদ লিমিটেড) শেয়ার লেনদেন স্থগিতে জয়েন্ট স্টকে চিঠি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের মহাপরিচালক আহসান হাবিব এই চিঠিতে স্বাক্ষর করেছেন। গত ২৯ সেপ্টেম্বর স্বাক্ষর হওয়া ওই চিঠিটি সম্পর্কে আজ বুধবার জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ২২৩ ধারার অধীনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর ফাঁকি রোধে সম্পত্তির অন্তবর্তীকালীন অবরুদ্ধকরণ বা ক্রোক এর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সংরক্ষণ করে। চলমান তদন্ত অনুযায়ী, এই কোম্পানি সমূহের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগসহ আর্থিক অনিয়মের বিষয়ে গুরুতর অভিযোগ রয়েছে।
জয়েন্ট স্টককে উদ্দেশ করে চিঠিতে জনস্বার্থে এসব কোম্পানির শেয়ার স্থানান্তর (কেনা-বেচা ও দান) স্থগিত করার অনুরোধ করা হয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : অক্টোবর ৩, ২০২৪ , ১০:৫৭ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।