সকল মেনু

লভ্যাংশ দেবে না হামিদ ফ্রেব্রিক্স ও শ্যামপুর সুগার

বিনিয়োগকারীদের এবারে লভ্যাংশ দেবে না হামিদ ফেব্রিক্স পিএলসি। গত তিন বছরে পরপর ৫ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছে। তবে চলতি বছরে কোন লভ্যাংশ না দেয়ার তথ্য প্রকাশ করেছে হামিদ ফেব্রিক্স কর্তৃপক্ষ।

সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সিদ্ধান্ত হলে মঙ্গলবার (২৯ অক্টোবর) এই তথ্য প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসইতে মঙ্গলবার কোম্পানির শেয়ারপ্রতি মূল্য অভিহিত মূল্যের নিচে দেখা যায়। সকালে ৯ টাকা মূল্যে শেয়ার লেনদেন শুরু হলেও ১১ টায় তা ৮.৬০ টাকায় নেমে আসে।

একইসঙ্গে, শ্যামপুর সুগার মিলস লিমিটেডও সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেবে না বলে জানিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top