আপডেট : এপ্রিল ২০, ২০২২ , ৬:১৩ অপরাহ্ণ
শেয়ার করুন-
সিনিয়র রিপোর্টার : খরচ ছাড়াই এখন ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তাৎক্ষণিকভাবে টাকা নেওয়া যাচ্ছে বিকাশ অ্যাকাউন্টে। ইসলামী ব্যাংকের ‘সেলফিন’ অ্যাপের মাধ্যমে গ্রাহকরা টাকা লেনদেন করতে পারবেন।
রাজধানীর একটি হোটেলে মঙ্গলবার (২২ মার্চ) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও বিকাশ যৌথভাবে এই সেবার উদ্বোধন করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়েছে, বিকাশ অ্যাকাউন্টে টাকা আনার পর সেখান থেকে সেন্ড মানি, ক্যাশ আউট, সব ধরনের ইউটিলিটি বিল পরিশোধ, কেনাকাটার পেমেন্ট, মোবাইল রিচার্জসহ দৈনন্দিন আর্থিক লেনদেন সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।
ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সেবা চালু উপলক্ষে ইসলামী ব্যাংকের গ্রাহকরা ৩০ এপ্রিল পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩,০০০ টাকা বা তার বেশি অ্যাড মানি করলেই পাবেন ৫০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।
ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক একবারই অফারটি উপভোগ করতে পারবেন এবং যে বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করা হবে সেই অ্যাকাউন্টে ক্যাশব্যাকটি দেওয়া হবে।
ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা, বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শেয়ার করুন-
আপডেট : এপ্রিল ২০, ২০২২ , ৬:১৩ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।