Homeঅর্থনীতিবেক্সিমকো গ্রুপের অধিগ্রহণে সানোফি এখন সিনোভিয়া ফার্মা

বেক্সিমকো গ্রুপের অধিগ্রহণে সানোফি এখন সিনোভিয়া ফার্মা

কোম্পানিটির পক্ষ থেকে গতকাল পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অধিগ্রহণ সবার জন্য ইতিবাচক পরিবর্তন আনবে। একই সঙ্গে কোম্পানিটি গ্রাহক ও অংশীদারদের জন্য আরও ভালো ও মানসম্মত পরিষেবা নিশ্চিত করতে কাজ করবে। এর মধ্য দিয়ে কোম্পানিটি আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক অবস্থানে পৌঁছাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নাম পরিবর্তন হলেও সিনোভিয়া ফার্মা আগের মতোই বাংলাদেশে সানোফি পণ্যের উৎপাদন ও বিপণন চালিয়ে যাবে। পাশাপাশি স্থানীয় চাহিদা বিবেচনায় নিয়ে আরও নতুন নতুন পণ্য ও সেবা নিয়ে আসবে।

সিনোভিয়া নামটি ফরাসি শব্দ সিনারজি (সহযোগিতা) ও লাতিন শব্দ ভিয়া (পথ) থেকে নেওয়া হয়েছে। গত বছরে ফ্রান্সের ফার্মা কোম্পানি সানোফি বাংলাদেশ লিমিটেড এ দেশে থাকা তাদের অংশীদারত্ব বিক্রি করে দেয়। এরপর ১ অক্টোবর সানোফির শেয়ার কিনে আনুষ্ঠানিকভাবে কোম্পানিটি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত