স্টাফ রিপোর্টার : চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ভালো ব্যবসা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের একই গ্রুপের দুই কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড ও বিএসআরএম স্টিলস লিমিটেড।
এ সময়ে কোম্পানি দুটির আয় ও কর-পরবর্তী নিট মুনাফা উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। কোম্পানি দুটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিএসআরএম: চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে কোম্পানিটির সমন্বিত আয় হয়েছে ৫ হাজার ৮২৯ কোটি ৩৮ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৪ হাজার ২১৬ কোটি ৯ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ১ হাজার ৬১৩ কোটি ২৮ লাখ টাকা বা ৩৮ দশমিক ২৬ শতাংশ। তিন প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৩৫৮ কোটি ৫৫ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ২৭৩ কোটি ১৬ লাখ টাকা।
এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৮৫ কোটি ৩৮ লাখ টাকা বা ৩১ দশমিক ২৬ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ১ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১০ টাকা ৯৩ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩৬ টাকা ১১ পয়সা।
অন্যদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বিএসআরএম লিমিটেডের সমন্বিত আয় হয়েছে ২ হাজার ৩৭০ কোটি ৬৮ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১ হাজার ৮৭১ কোটি ৮০ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ১১৬ কোটি ৪৭ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ১৫৬ কোটি ৪৮ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৯০ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ২৬ পয়সা।
বিএসআরএম স্টিলস: চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম নয় মাসে কোম্পানিটির আয় হয়েছে ৫ হাজার ৩৭ কোটি ৭২ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৪ হাজার ৭৮ কোটি ৬২ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ৯৫৯ কোটি ৯ লাখ টাকা বা ২৩ দশমিক ৫১ শতাংশ। তিন প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩০৩ কোটি ৮৩ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ২৫৮ কোটি ৬১ লাখ টাকা।
এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৪৫ কোটি ২২ লাখ টাকা বা ১৭ দশমিক ৪৯ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৮ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৬ টাকা ৮৮ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৮ টাকা ৮৩ পয়সায়।
অন্যদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে বিএসআরএম স্টিলসের আয় হয়েছে ২ হাজার ১৫৩ কোটি ১৩ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ১ হাজার ৬৬২ কোটি ৫০ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১০২ কোটি ৯২ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১৩৮ কোটি ৩৫ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৭৪ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৬৮ পয়সা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।