সকল মেনু

ইউনাইটেড এয়ারের এজিএমের প্রস্তুতি, ওটিসি বাজারে স্থানান্তর

সিনিয়র রিপোর্টার: ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার অনুমোদন পেয়েছে। চার হিসাব বছর অর্থাৎ ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ সালের এজিএম করতে হবে। মুলতবি থাকা এজিএম নিয়মিত করতে শিগগিরই উচ্চ আদালতের কাছে অনুমোদন চেয়ে আবেদন করা হবে এবং আদালতের অনুমতি সাপেক্ষে এজিএম করা হবে বলে জানিয়েছে কোম্পানির কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৬ এপ্রিল) এক নির্দেশনায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে কোম্পানিটিকে মূল ট্রেডিং বোর্ড থেকে ওভার-দ্য-কাউন্টার বোর্ডে স্থানান্তরের নির্দেশ দেয়। ইতিমধ্যে কোম্পানিটিকে ওটিসি বাজারে স্থানান্তর করেছে।

একইসঙ্গে ২০২১ সালের ৩০ পর্যন্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মূলত ইউনাইটেড এয়ারওয়েজের আবেদন পরিপ্রেক্ষিতে বিগত চার বছরের আর্থিক প্রতিবেদন নিরীক্ষা এবং মুলতবি থাকা এজিএম নিয়মিতকরণের অনুমোদন দিয়েছে বিএসইসি।

বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৬ ফেব্রুয়ারি ইউনাইটেড এয়ারের অডিটর নিয়োগ এবং এজিএম নিয়মিতকরণ সংক্রান্ত চিঠি পেয়েছি। এই বিষয়ে ইউনাইটেড এয়ারওয়েজকে বিএসইসির নিরীক্ষকদের প্যানেল থেকে একটি অডিট ফার্মের দ্বারা ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত চারটি আর্থিক বছরের আর্থিক বিবরণীর অডিট সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে। একইসঙ্গে কোম্পানি আইন, ১৯৯৪ এর প্রয়োজনীয়তা মেনে ইউনাইটেড এয়ারওয়েজের মুলতবি থাকা এজিএম নিয়মিত করার পরামর্শ দেওয়া হলো।

এ বিষয়ে জানতে চাইলে ইউনাইটেড এয়ারওয়েজের পুনর্গঠিত পর্ষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান কাজী ওয়াহিদ উল আলম বলেন, কোম্পানিটির বিগত চার হিসাব বছরের অডিট এবং স্থগিত থাকা এজিএম সম্পন্ন করতে বিএসইসির কাছে অনুমোদন চাওয়ায় বিএসইসি তা দিয়েছে। অডিটের কাজ আমরা শুরু করেছি। একইসঙ্গে আমরা টেকনিক্যাল অডিটও করছি। আর মুলতবি থাকা এজিএম নিয়মিত করার উদ্যোগ নিয়েছি। এ জন্য শিগগিরই উচ্চ আদালতের কাছে অনুমোদন চেয়ে আবেদন করা হবে। উচ্চ আদালতের অনুমতি পেলেই বিগত চার বছরের এজিএম করা হবে।

তিনি আরও বলেন, বিএসইসি’র নির্দেশে ইতোমধ্যে ডিএসই থেকে আমরা ২০ লাখ টাকা ঋণ পেয়েছি। আর ওই টাকা দিয়ে নিরীক্ষার কাজ করা হচ্ছে। তবে টেকনিক্যাল অডিটের জন্য বিদেশি ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়াগ হয়েছে। তারা বিষয়টি নিয়ে কাজ করছে। তবে ১০টি এয়ারক্রাফট ইন্সপেকশন এবং সেই সংক্রান্ত রিপোর্ট রেডি করা একটু সময় সাপেক্ষ। তারপরও এসব কাজ দ্রুত গতিতে চলছে।

দীর্ঘ ৫ বছর ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকা ইউনাইটেড এয়ারওয়েজকে পুনরায় চালু করার উদ্যোগ নেয় বিএসইসি। এ লক্ষ্যে কোম্পানির পুরনো উদ্যোক্তা ও পরিচালকদের বাদ দিয়ে নতুন আট জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top