স্টাফ রিপোর্টার : এক্সপ্রেস ইন্স্যুরেন্সে লিমিটেডের বর্তমান শেয়ারপ্রতি দর ২৯ টাকা ৯০ পয়সা হলেও মাত্র ৩ টাকায় প্রাতিষ্ঠানিক পোর্টফলিও থেকে ব্যক্তিগত পোর্টফলিওতে স্থানান্তর করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার সকাল ১০ টায় লেনদেন শুরু হওয়ার ৩৩ সেকেন্ডের মধ্যে অর্থাৎ ১০ টা ৩৩ সেকেন্ডে শেয়ার লেনদেনের এ অভিনব ঘটনাটি ঘটে।
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিও হিসাব থেকে মাত্র ১২ লাখ ৯২ হাজার ৯৪০ টাকায় এসব শেয়ার লংকাবাংলা সিকিউরিটিজের একজন নারী বিনিয়োগকারীর বিও হিসাবে স্থানান্তর করা হয়।


বুধবার (১৫ জুন) এক্সপ্রেস ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণার দিন কোম্পানির শেয়ারদর ছিল ২৯ টাকা ৯০ পয়সা। পরদিন বৃহস্পতিবার (১৬ জুন) ডিএসইতে শেয়ার লেনদেন শুরুতেই মাত্র ৩ টাকায় ৪ লাখ ৩০ হাজার ৯৮০ টি শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে বুধবার যার মোট মূল্য ছিল ১ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার ৪৯৮ টাকা, বৃহস্পতিবার মাত্র ১২ লাখ ৯২ হাজার ৯৪০ টাকায় তা হস্তান্তর করা হয়।
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পোর্টফলিও থেকে ১২ লাখ ৯২ হাজার ৯৪০ টাকায় লংকাবাংলা সিকিউরিটিজের একজন নারী বিনিয়োগকারীর বিও হিসাবে এসব শেয়ার স্থানান্তর করা হয়েছে। এ সময়ে কোম্পানির শেয়ারদর ৩০ টাকার বেশি হলেও বিক্রি করা হয়েছে মাত্র ৩ টাকায়।
অভিনব কারসাজির বিষয়টি নজরে এসেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।
বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে সর্বোচ্চ ৩৩ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে। এছাড়া সর্বনিম্ন ৩ টাকা দরেও শেয়ার লেনদেন হয়।
তবে কারসাজির এ ঘটনা নিয়ন্ত্রক সংস্থার নজরে আসায় লেনদেনটি বাতিল করে ঘটনার তদন্ত করছে ডিএসই।