Homeকোম্পানি সংবাদপারটেক্স গ্রুপের মালিকদের ব্যাংক হিসাব চায় এনবিআর

পারটেক্স গ্রুপের মালিকদের ব্যাংক হিসাব চায় এনবিআর

স্টাফ রিপোর্টার : এনবিআর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল বা সিআইসি থেকে  মঙ্গলবার দেশের ব্যাংকগুলোকে চিঠি দিয়ে আলোচ্য ব্যক্তিদের গত পাঁচ বছরের ব্যংক লেনদেনের তথ্য জানতে চাওয়া হয়।

পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এম এ হাশেম এর পাঁচ ছেলে ও তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

২০২০ সালের ডিসেম্বরে মারা যান এমএ হাশেম। তার প্রতিষ্ঠিত পারটেক্স গ্রুপ ছাড়াও পারটেক্স স্টার গ্রুপ, অ্যাম্বার গ্রুপসহ আরো একাধিক প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে ভাগ হয়ে তার সন্তানরা দেখভাল করছেন।

একই দিনে গুলশান ক্লাবের প্রেসিডেন্ট রফিকুল আলম হেলাল ও তার স্ত্রীর ব্যাংক লেনদেনের তথ্যও চাওয়া হয়েছে। রফিকুল ইসলাম রামস ফ্যাশন অ্যান্ড এমব্রয়ডারের সিইও।

সিটি ব্যাংকের চেয়ারম্যান ও পারটেক্স স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান আজিজ আল কায়সার এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল বা সিআইসি থেকে দেশের ব্যাংকগুলোকে চিঠি দিয়ে আলোচ্য ব্যক্তিদের গত পাঁচ বছরের ব্যংক লেনদেনের তথ্য জানতে চাওয়া হয়।

আগামী এক সপ্তাহের মধ্যে এ তথ্য দিতে বলা হয়েছে।

এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আলোচ্য ব্যক্তিদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়ার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, আয়কর সংক্রান্ত কমপ্লায়েন্স পরিপালনে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেন সংক্রান্ত তথ্য জানতে চাওয়া আমাদের নিয়মিত কাজের অংশ। এরই অংশ হিসেবে তথ্য চাওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত