Homeকোম্পানি সংবাদ১৫ কোটি টাকায় দুটি অফিসের স্থান কিনবে এসএস স্টিল

১৫ কোটি টাকায় দুটি অফিসের স্থান কিনবে এসএস স্টিল

স্টাফ রিপোর্টার : ঢাকার দুটি করপোরেট অফিস পরিচালনায় দুই স্থানে ভবনের ফ্লোর কেনার সিদ্ধান্ত নিয়েছে এসএস স্টিল লিমিটেড। ঢাকার উত্তর বাড্ডার প্রগতি স্মরণীতে ২৯৭৭২.৪৮ স্কয়ার ফিট এবং ঢাকার জগন্নাথপুরে ২৮৬৭৯.১০ স্কয়ার ফিটের অফিস ফ্লোর কেনা হবে।।

বৃহস্পতিবার (৩০ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, দুই অফিস ফ্লোর কিনতে কোম্পানির ব্যয় হবে ১৫ কোটি ৪০ লাখ ৭৪ হাজার ৫০৫ টাকা। নতুন অফিস নেয়া হলে কোম্পানির পরিচালনা ব্যয় অনেক কমবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত