সকল মেনু

মতিন স্পিনিং মিলিসের স্পেশাল ইয়ার্ন ইউনিটে বাণিজ্যিক উৎপাদন শুরু

স্টাফ রিপোর্টার: ডিবিএল গ্রুপের প্রতিষ্ঠান মতিন স্পিনিং মিলিস ‘স্পেশাল ইয়ার্ন ইউনিট সোমবার (১ আগস্ট) চালু করেছে। গাজীপুরের কাশিমপুরে কোম্পানির কারখানায় নতুন ইউনিটের উদ্বোধন করা হয়।

কোম্পানির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, ভাইস-চেয়ারম্যান এম এ রহিম, পরিচালক এম এ কাদের, ব্যারিস্টার শামসুল হাসান, ইন্ডিপেন্ডন্ট ডিরেক্টরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুতার বিশেষ চাহিদা বাড়তে থাকায় কারখানায় প্রতিদিন অতিরিক্ত ১০ টন তুলা উৎপাদন করা হবে। বাড়তি উৎপাদনসহ কোম্পানির মোট উৎপাদন দৈনন্দিন ৬১ টনে গিয়ে দাঁড়াবে।

এতে কোম্পানির মুনাফাও বাড়বে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top