স্টাফ রিপোর্টার: আর্থিক খাতের প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্স লিমিটেড শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর/২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে।
জিএসপি ফাইন্যান্স সোমবারের (৮ আগষ্ট.২০২২) পর্ষদ সভায় আর্থিক প্রতিবেদনসহ লভ্যাংশ অনুমোদন করেছে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির ঘোষিত লভ্যাংশের মধ্যে ২ দশমিক ৫ শতাংশ নগদ ও ৭ দশমিক ৫ শতাংশ বোনাস।
আলোচ্য সময়ে জিএসপির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ১ টাকা ৪৪ পয়সা। -যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৪০ পয়সা। এতে ইপিএস বেড়েছে ৪ পয়সা। আর, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৩৫ পয়সায়।
প্রতিষ্ঠানটি ২৭ সেপ্টেম্বর/২০২২ অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ ঘোষিত লভ্যাংশ চূড়ান্ত অনুমোদন দেবে। এ প্রেক্ষিতে ৪ সেপ্টম্বর/২০২২ রেকর্ড ডেট নির্ধারণ করেছে জিএসপি।