প্রকাশ : আগস্ট ৯, ২০২২ , ৫:৫৩ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যানসহ ৪ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা দিয়েছেন আদালত। ১ কোটি ৮০ লাখ টাকার চেক প্রতারণার মামলায় সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ৬ষ্ঠ আদালতের ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান এ আদেশ দেন।
মামলার চার আসামির মধ্যে রয়েছে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী, ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবিব, পরিচালক ইয়াসিন আলী, মাশরুপ হাবিব ও তানভীর হাবিব।
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের প্যানেল আইনজীবী নাঈম ভূইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, একাধিকবার অর্থ পরিশোধ ও আদালতে হাজির হতে সমন জারি করা হলেও আসামিরা আদালতে উপস্থিত হতে ব্যর্থ হয়।
মামলা সূত্রে জানা যায়, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড আগ্রাবাদ শাখার ৩টি মামলায় ১ কোটি ৮০ লাখ টাকার ডিজঅর্ডার হওয়ায় রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যানসহ ৪ পরিচালকের বিরুদ্ধে ২০২১ সালে মামলাটি করা হয়। কোম্পানিটি হাবিব গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান।
শেয়ার করুন-
প্রকাশ : আগস্ট ৯, ২০২২ , ৫:৫৩ পূর্বাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।