Homeঅ্যানালাইসিসজানুয়ারিতেই ডিএসইএক্স ৭ হাজার পয়েন্টে !

জানুয়ারিতেই ডিএসইএক্স ৭ হাজার পয়েন্টে !

শাহীনুর ইসলাম: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগামী জানুয়ারি মাসের শুরুতে ফের ৭ হাজার পয়েন্ট ছাড়িয়ে যাবে। বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ‘গ্রাউন্ড ওয়ার্কিংয়ে’ এই সফলতা আসবে।

একই সঙ্গে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) চালু হওয়ার পরে ২৪ ঘণ্টা ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার লেনদেন চলবে। চলতি বছরের জুনে লেনদেনের বিকল্প এ প্ল্যাটফর্ম চালু করার কথা থাকলেও আরো নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসছে এটিবি।

২০২৩ সালের শুরুতে ডিএসইএক্স ৭ হাজার পয়েন্ট এবং বছরের শেষভাগে ইনডেক্স ৮ থেকে ১০ হাজারের মধ্যে অবস্থান নেবে। সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম এমন তথ্য নিশ্চিত করেন।

২০২৩ সালের ডিসেম্বরে লেনদেনের পরিমাণ বেড়ে হবে ৪ থেকে ৫ হাজার কোটি।

২৪ ঘণ্টার লেনদেনে ডিএসইএক্স ৮ থেকে ১০ হাজারের মধ্যে রাখতে ডিএসই ও সিএসই ইতোমধ্যে বিভিন্ন ধরণের রুপরেখা তৈরি করেছে। যার কারণে নতুন করে ফের বিদেশি বিনিয়োগ বাড়ছে ডিএসইতে।

২০২১ সালের ১২ অক্টোবর ডিএসইএক্স সর্বোচ্চ অবস্থানে ছিল ৭৩৩৮ পয়েন্টে।

বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক অধ্যাপক শিবলী রুবায়েত-উল-ইসলাম সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘আমি কখনো ইনডেক্স নিয়ে চিন্তা করি না, সব সময় পিই রেশিও দেখি। ভালো ভালো কিছু আইপিও আসার কথা। সব আসলে মার্কেটের গভীরতা বৃদ্ধি পাবে। আগামী বছরের শেষের দিকে ইনডেক্স ৮ থেকে ১০ হাজারের মধ্যে দেখতে চাই।’

দেশের প্রথম সারির গ্রুপ অব কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনার প্রচেষ্টা চলছে। দেশের তৃতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড পুঁজিবাজারে আসতে আগ্রহী। প্রতিষ্ঠানটির প্যারেন্ট কোম্পানি ভিওন (Veon) এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের মার্চ মাসে বাংলালিংক নীতিগত সিদ্ধান্ত জানায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বর্তমানে ৬২৪১ পয়েন্টে অবস্থান নিয়েছে। সূচকের সাপোর্ট লাইন ৬১২৫ পয়েন্ট; নামতে শুরু করলে এখানে বাধা পাবে এবং এখান থেকে আবার ঊর্ধমূখে অবস্থান নিতে থাকবে।

স্টক বাংলাদেশের গ্রাফ বলছে, ২০ জানুয়ারি সূচক ৭১০০ পয়েন্টে অবস্থান নেবে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে সরকারের শেষ সময়ে আরো উচ্চে অবস্থান নেয়ার আভাস দিচ্ছে গবেষণা গ্রাফগুলো।

তাই বিনিয়োগের সম্ভাবনা তৈরি করছে। অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড আরো ইতিবাচক প্রভাব ফেলার সম্ভাবনা তৈরি করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত