সকল মেনু

আইপিওতে আসতে চায় সীমা স্টিল

স্টাফ রিপোর্টার: প্রাথমিকি গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসতে চায় চট্টগ্রামের সীতাকুণ্ডের বানুরবাজারে অবস্থিত সীমা অটোমেটিক স্টিল রি-রোলিং মিল লিমিটেড (এসএআরএম)। এ লক্ষ্যে কোম্পানিটির কারখানা পরিদর্শন করেছেন আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অসীত কুমার চক্রবর্তী।

শনিবার কারখানা পরিদর্শনে গেলে তাকে স্বাগত জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মামুন উদ্দিন।

এ সময় আইসিবি ক্যাপিটালের অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আল আমিন তালুকদার, হেড অফ ইস্যু স্বপ্না রায়, চট্টগ্রাম শাখাপ্রধান এ এস এম মনজুর মোরশেদ, কোম্পানির উপদেষ্টা সোহরাব হোসেন, আবসারুল হক ও অন্যরা উপস্থিত ছিলেন।

সীমা স্টিল ১৯৯১ সাল থেকে জাহাজ-ভাঙা দিয়ে শুরু করে কোম্পানির ব্যবসা। ২০০৩ সাল থেকে ইস্পাতপণ্য রড উৎপাদনে যুক্ত হয় সীমা অটোমেটিক রি-রোলিং মিলস।

অসীত কুমার চক্রবর্তী বলেন, সীমা অটোমেটিক রি-রোলিং মিলস একটি ভালো কোম্পানি। এ ধরনের কোম্পানি বাজারে আসা উচিত। আমরা তালিকাভুক্তির জন্য সব রকমের সহযোগিতা করতে আগ্রহী।

কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মামুন উদ্দিন বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো ব্রান্ডিং হয়। আর ব্যাংক ঋণনির্ভরতা কমে। ব্যবসা সম্প্রসারণ ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্যও দরকারি পুঁজি আহরণ করা যায়।

কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতে উৎসাহী করতে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর ব্যবধান বাড়ানো জরুরি বলেও মনে করেন তিনি।

পুঁজিবাজারে ইস্পাত খাতের মোট সাতটি কোম্পানি তালিকাভুক্ত আছে। বর্তমানে দেশে আড়াই শ ইস্পাত কারখানা থাকলেও ২০-২৫টি ইস্পাত কোম্পানি সক্রিয়।

দেশে বড় ও মাঝারি মানের বেশ কয়েকটি ভালো ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে। কিন্তু দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠান পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়নি কিংবা অনাগ্রহ দেখা যাচ্ছে।

এর মধ্যে চট্টগ্রামভিত্তিক দেশের সবচেয়ে বড় ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আবুল খায়ের স্টিল। এ প্রতিষ্ঠানের বার্ষিকী উৎপাদন সক্ষমতা ১৪ লাখ মেট্রিক টন।

কবির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান কেএসআরএমের বার্ষিক উৎপাদন সক্ষমতা আট লাখ মেট্রিক টন। তালিকায় রয়েছে বায়োজিদ স্টিল, সীমা অটোমেটিক রি-রোলিং মিলস লিমিটেড, সীমা স্টিল, গোল্ডেন ইস্পাত লিমিটেড, এইচএম স্টিল, শীতলপুর স্টিল, রহিম স্টিল, চকলাদার স্টিল, আম্বিয়া স্টিল, শাহরিয়ার স্টিল, ইসলাম স্টিলসহ আরও বেশ কয়েকটি ইস্পাত কোম্পানি।

তবে অনাগ্রহ কাটিয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পথে একটু একটু করে অগ্রসর হচ্ছে সীমা অটোমেটিক স্টিল রি-রোলিং মিল লিমিটেড (এসএআরএম)।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top