সকল মেনু

বারাকা পাওয়ার বন্ড ইস্যুর অনুমতি পায়নি

স্টাফ রিপোর্টার : জিরো কুপন বন্ড ইস্যু করার প্রস্তাবে অনুমতি পায়নি বারাকা পাওয়ার। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির এ প্রস্তাবে অসম্মতি জানিয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এ বিষয়ে সম্মতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিষয়টি চিঠি দিয়ে কোম্পানিকে জানিয়ে দিয়েছে বিএসইসি।

২০২১ সালের নভেম্বর মাসে বারাকা পাওয়ারের পরিচালনা পরিষদ নন-কনভার্টিবল জিরোকুপন বন্ড থেকে ১৮০ কোটি টাকা সংগ্রহ করার সিদ্ধান্ত নেয়। এই টাকা সংগ্রহ করতে পারলে তা দিয়ে কোম্পানির উচ্চ সুদের ঋণের একাংশ পরিশোধ করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুসারে, জিরোকুপন বন্ড ইস্যুর জন্য বিএসইসির কাছে আবেদন জমা দেওয়া হয়। কিন্তু বিএসইসি ওই আবেদনে সম্মতি দেয়নি। তবে বন্ড ইস্যুতে কমিশনের সম্মতি না দেওয়ার কারণ জানা যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top