Homeঅর্থনীতিগ্রাহকেরা অনিচ্ছা সত্ত্বেও খেলাপি হচ্ছে: জসিম উদ্দিন

গ্রাহকেরা অনিচ্ছা সত্ত্বেও খেলাপি হচ্ছে: জসিম উদ্দিন

স্টাফ রিপোর্টার : ব্যাংকগুলো স্বল্পমেয়াদে আমানত সংগ্রহ করে, ফলে তারা দীর্ঘমেয়াদে লোন দিতে পারে না। এতে গ্রাহকেরা অনিচ্ছা সত্ত্বেও খেলাপি হচ্ছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি জসিম উদ্দিন।

মঙ্গলবার, ১১ অক্টোবর এফবিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে ‘বন্ড মার্কেটঃ দ্য আল্টিমেট লং টার্ম সলুশন’ নামক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম উপস্থিত রয়েছেন।

সভাপতি বলেন, ব্যাংকগুলোর দীর্ঘমেয়াদি লোন দেওয়ার সক্ষমতা নেই। ফলে খেলাপি অনেক বেশি হচ্ছে। বিশ্বের ১২৭ ট্রিলিয়ন বন্ড মার্কেট রয়েছে। এছাড়া পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কর্পোরেট বন্ড জিডিপির ১৬ শতাংশ। বাংলাদেশে এর জিডিপির পরিমাণ ৮ শতাংশ।

তিনি আরও বলেন, উন্নয়নশীল দেশে পরিণত হতে হলে আমাদের রপ্তানি বাজার ৩০০ বিলিয়ন ডলারে পৌঁছাতে হবে। এজন্য আমাদের ইন্ডাস্ট্রি আরও বড় করা ছাড়া কোন বিকল্প নেই। আমাদের যদি উন্নয়নশীল দেশে রূপান্তরিত হতে হয় সেক্ষেত্র এই ইন্ডাস্ট্রিগুলো গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে বন্ড মার্কেটকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীদের এই শীর্ষ নেতা।

তিনি বলেন, আমাদের বন্ড মার্কেটকে বড় করার জন্য এবং সবার কাছে পৌঁছে দিতে প্রচারণা চালাতে হবে। বন্ড মার্কেট বড় হলে আমরা সহজ শর্তে ইনভেস্ট করতে পারব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত