সিনিয়র রিপোর্টার: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসতে চায় লা মেরিডিয়ান হোটেলের অপারেটর বেস্ট হোল্ডিংস লিমিটেড। আইপিওর মাধ্যমে ৩৫০ কোটি টাকা সংগ্রহে কোম্পানিটি আগামী ২০ অক্টোবর (বৃহস্পতিবার) রোড শো করবে বলে বিশেষ একটি সূত্র জানিয়েছে।
বুক-বিল্ডিং পদ্ধতিতে আইপিওতে আসতে কোম্পানি তার মোট শেয়ারের ১০ শতাংশ অফলোড করবে।
উত্তোলিত ৩৫০ কোটি টাকার ব্যয় সম্পর্কে বেস্ট হোল্ডিংস লিমিটেডের কোম্পানি সচিব মো. আবুল কালাম আজাদ বলেন, আইপিও তহবিলের মধ্যে প্রায় ৩০ শতাংশ উচ্চমূল্যের ঋণ পরিশোধে ব্যবহার করা হবে। বাকি টাকা ভালুকা রিসোর্ট প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে, যা ম্যারিয়ট ইন্টারন্যাশনাল পরিচালনা করবে।
মেট্রো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস ২০০৬ সালে ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হয়ে ২০০৯ সালে ব্যবসা শুরু করে। আইপিও প্রসপেক্টাস অনুসারে বর্তমানে এর পরিশোধিত মূলধন ৯২৫ কোটি টাকা।
বেস্ট হোল্ডিংয়ের সহযোগী প্রতিষ্ঠান বেস্ট হোটেলস লিমিটেড গাজীপুরের মাওনায় একটি পাঁচ তারকা হোটেল নির্মাণ করছে। হোটেলটি ২০২৩ সালে চালু করার কথা রয়েছে।
কোম্পানিটি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও শান্ত ইক্যুইটি লিমিটেডকে ইস্যু ম্যানেজার হিসেবে এবং প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডকে নিবন্ধক হিসেবে নিয়োগ দিয়েছে।
আইপিও প্রোসপেক্টাস অনুযায়ী, ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে বেস্ট হোল্ডিংসের আয় ২৬০ কোটি এবং নিট মুনাফা হয়েছে ১০০ কোটি টাকা। এতে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ১০ পয়সা। আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫৫ টাকা।
২০২০ সালের নভেম্বরে বেস্ট হোল্ডিংস বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে শেয়ারবাজার থেকে ২৮৩ কোটি টাকা সংগ্রহে সরাসরি তালিকাভুক্তির জন্য আবেদন করেছিল। ৬৫ টাকায় ৪ কোটি ৩৫ লাখ শেয়ার ইস্যু করার আবেদন করলে নিয়ন্ত্রক সংস্থা সেই আবেদন অনুমোদন করেনি।
প্রসপেক্টাসে বেস্ট হোল্ডিংস কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে রেস পোর্টফোলিও অ্যান্ড ইস্যু ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডকে নিয়োগের কথা উল্লেখ করেছে। তবে আইসিবি এক বিবৃতিতে বেস্ট হোল্ডিংসের ইস্যু ম্যানেজার হতে অস্বীকার করেছে।
বেস্ট হোল্ডিংয়ের উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫২ দশমিক শূন্য ১ শতাংশ এবং প্রাইভেট প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের ৪৭ শতাংশ দশমিক ৯৯ শতাংশ শেয়ার রয়েছে। প্রাইভেট প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের মধ্যে, চারটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের পরিশোধিত মূলধনের ২৯ দশমিক ৫৮ শতাংশ শেয়ারের অংশীদার।
কোম্পানিটির পরিশোধিত মূলধনের মধ্যে সোনালী ব্যাংকের ৮ দশমিক ৮৩ শতাংশ, জনতা ব্যাংক ৮ দশমিক ৮৩ শতাংশ, অগ্রণী ব্যাংক ৬ দশমিক ৬২ শতাংশ এবং রূপালী ব্যাংকের ৫ দশমিক ৩০ শতাংশ শেয়ার রয়েছে। ব্যাংক চারটি ১ হাজার ৬৭৫ কোটি টাকায় ২৫ কোটি ৭৫ লাখ শেয়ার কিনেছে।
তবে ব্যাংকগুলো বেস্ট হোল্ডিংস কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার ৬৫ টাকায় কিনেছে।
এদিকে, রাষ্ট্রায়াত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশও বেস্ট হোল্ডিংসে ১৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এর আগে ২০১৯ সালে বেস্ট হোল্ডিংস বিশাল ঋণ পরিশোধের জন্য ১ হাজার ২০০ কোটি টাকার বন্ড ইস্যু করেছে। ওই অর্থ লা মেরিডিয়ান ঢাকা হোটেল নির্মাণে ব্যবহৃত হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।