Homeকোম্পানি সংবাদএশিয়াটিক ল্যাবের কাট অব প্রাইস ৫০ টাকা

এশিয়াটিক ল্যাবের কাট অব প্রাইস ৫০ টাকা

স্টাফ রিপোর্টার: এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের শেয়ারের কাট অব প্রাইস ৫০ টাকা নির্ধারিত হয়েছে। ফলে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে প্রতিষ্ঠানটির অন্য শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ কমে ৩৫ টাকায় বরাদ্দ হতে পারে।

কোম্পানিটির কাট অব প্রাইস নির্ধারণের জন্য ১০ অক্টোবর বিকেল ৩টায় নিলাম শুরু হয়। বিরতিহীনভাবে চলে ১৩ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৩টা পর্যন্ত।

এই সময়ে ২২১ জনযোগ্য বা প্রাতিষ্ঠানিক বিডার কোম্পানিটির ৪৩ কোটি ১৮ লাখ ১৮ হাজার ১৮০ টাকার শেয়ারের জন্য আবেদন করেন; যা প্রয়োজনের চেয়েও ২৬১.৪০ শতাংশ বেশি।

আইপিওর বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে ৯৫ কোটি টাকা উত্তোলনের জন‍্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৩৭তম সভায় কোম্পানিটিকে অনুমোদন দেওয়া হয়।

বাজার থেকে টাকা নিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি, ভবন নির্মাণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনায় খরচ করবে।

বিএসইসির তথ্য মতে, ৩০ জুন ২০২১ সালে পুনর্মূল্যায়নসহ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএবি) ৩৫ টাকা ৪৮ পয়সা। শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ টাকা ৬৫ পয়সা। গত ৫ বছরের কোম্পানির ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় ৩ টাকা ২১ পয়সা।

ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত