প্রকাশ : অক্টোবর ২৪, ২০২২ , ৬:৫৪ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: সফটওয়্যারে ত্রুটি হওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার বাজারে লেনদেন বন্ধ রয়েছে। সোমবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ৫৮ মিনিটে লেনদেন বন্ধ হয়ে যায়।
ট্রেডিং সফটওয়্যারে কারিগরি ত্রুটির কারণে দেশের প্রধান শেয়ার বাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান।
তিনি বলেন, কারিগরি ত্রুটির কারণে ১০টা ৫৮ মিনিট থেকে লেনদেন বন্ধ আছে। সমস্যা সমাধানে ডিএসইর আইটি টিম, নাসডাকসহ সংশ্লিষ্টরা কাজ করছেন। আশা করা যাচ্ছে খুব শিগগির লেনদেন চালু হবে।
তবে ১১টা ৫০ মিনিটে এ প্রতিবেদন লেখার আগ পর্যন্তও ডিএসইর লেনদেন চালু হয়নি।
শেয়ার করুন-
প্রকাশ : অক্টোবর ২৪, ২০২২ , ৬:৫৪ পূর্বাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।