Homeকোম্পানি সংবাদনাভানা ফার্মার শেয়ার হঠাৎ উত্থানে, দরে বেসামাল

নাভানা ফার্মার শেয়ার হঠাৎ উত্থানে, দরে বেসামাল

স্টাফ রিপোর্টার : বুকবিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) পুঁজিবাজারে আসা নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার এখন সোনার হরিণ। কোম্পানির শেয়ার দরে রোববার, ৩০ অক্টোবর বড় ধরনের তেলেসমাতি কাণ্ড ঘটেছে।

রোববার, ৩০ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে কোম্পানির শেয়ারপ্রতি দাম বেড়েছে ৭৮ শতাংশের বেশি। অন্যদিকে লেনদেনের পরিমাণ বেড়েছে (শেয়ার সংখ্যায়) ৩৩ হাজার শতাংশ। আর টাকার অংকে লেনদেন বেড়েছে ৫৪ হাজার শতাংশ।

সার্কিটব্রেকার না থাকার সুযোগে পরিকল্পিতভাবেই এমন কাণ্ড ঘটানো হয়েছে ধারণা করছেন বাজার সংশ্লিষ্টরা।বিষয়টি নিয়ন্ত্রক সংস্থার খতিয়ে দেখা উচিত বলে মনে করেন তারা।

নিয়ম অনুসারে, লভ্যাংশ সংক্রান্ত ঘোষণার পরবর্তী কার্যদিবসে সার্কিটব্রেকার বা সংশ্লিষ্ট শেয়ারের দর বৃদ্ধি বা হ্রাসের কোনো সীমা থাকে না। লভ্যাংশ ঘোষণার পরবর্তী কার্যদিবস হওয়ায় রোববার নাভানা ফার্মার শেয়ারে তাই সার্কিটব্রেকার ছিল না। আর তাতেই ঘটেছে এই কাণ্ড।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত