শাহীনুর ইসলাম: লোকসানী কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড নতুন শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। চলতি অর্থবছরে ঋণগ্রস্থ কোম্পানির কর্তৃপক্ষ কোন লভ্যাংশ ঘোষণা করেনি।
যদিও গত বছরে কোম্পানির কর্তৃপক্ষ মাত্র ১ শতাংশ নগদ বা ১০ পয়সা লভ্যাংশ দিয়েছিল। এ সময়ে শেয়ারপ্রতি আয় (EPS) ছিল ৩৯ পয়সা এবং আগের বছর অর্থাৎ ২০২০ অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি ৭ টাকা ৩৭ পয়সা লোকসান হয়েছিল।
যে কারণে ২০২০ সালে কোন লভ্যাংশ দেয়নি, তবে ২০১৮-১৯ সালে মাত্র মাত্র ৫ শতাংশ নগদ বা প্রতি শেয়ারে ৫০ পয়সা দেয়। তবে শেয়ারপ্রতি দরে সেই প্রভাব পড়েনি। কারণ, শেয়ারের পরিমাণ এক কোটি ৩০ লাখ ৭৯ হাজার ৯৮০টি বা তুলনামূলক অনেক কম হওয়ায় ধাক্কা লাগেনি।
মূলধন সমস্যায় থাকা সেই কোম্পানির নতুন করে ৩ কোটি শেয়ার ১০ টাকা দরে ছেড়ে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানির পরিচালক ও কৌশলগত বিনিয়োগকারীদের (যদি পাওয়া যায়) এই শৈয়ার ইস্যু করবে।
কোম্পানির সামগ্রিক অর্থনৈতিক অবস্থায় বোনাস শেয়ার বা রাইট শেয়ার ইস্যু করে মূলধন বাড়ানোর সুযোগ নেই বলে নতুন শেয়ার ইস্যু করে মূলধন বাড়াতে চায় কোম্পানিটি। তবে এই সিদ্ধান্ত কার্যকরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি প্রয়োজন হবে। আর এই অনুমতি চেয়ে শিগগিরই কোম্পানিটি বিএসইসির কাছে আবেদন করবে।
কোম্পানির বর্তমানে স্বল্পমেয়াদে ঋণ রয়েছে ২৮ কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকা।
উল্লেখ্য, চামড়া ও ফুটওয়্যার খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যারের বর্তমান অনুমোদি মূলধন ৭৫ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ১৩ কোটি ৮ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৩০ শতাংশ ধারণ করছেন এর উদ্যোক্তা-শেয়ারহোল্ডাররা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ১৩ দশমিক ৪৬ শতাংশ শেয়ার। বাকী ৫৬ দশমিক ৫৪ শতাংশ শেয়ার ধারণ করছেন সাধারণ বিনীযোগকারীরা।
লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাব বছরের কোনো লভ্যাংশ দেবে না। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ৮৬ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৩৯ পয়সা আয় হয়েছিল।
আগামী ২৫ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।