সিনিয়র রিপোর্টার: বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার সম্প্রতি ঘোষণা দিয়েছে সমতা লেদারের পরিচালনা পর্ষদ। ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির কর্তৃপক্ষ।
লোকসান করলেও পুঁজিবাজারে কোম্পানির শেয়ারপ্রতি দর অনেক বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জে সোমবার দুপুরে শেয়ারপ্রতি বাজারমূল্য ছিল ৭০ টাকার বেশি। ফলে সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এটির শেয়ারের মূল্য আয় অনুপাত (পিইরেশিও) পৌঁছেছে ৭০০-এর ওপরে।
সাধারণত শেয়ারবাজার বিশেষজ্ঞদের মত, কোনো কোম্পানির পিই রেশিও যত বেশি ওই কোম্পানিতে বিনিয়োগ তত বেশি ঝুঁকিপূর্ণ। সেই মতে সমতার শেয়ারের দাম এখন ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ০.০৬ টাকা। অথচ আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফ (ইপিএস) ছিল ০.১০ টাকা। আর গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৪.৪২ টাকা হয়েছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটি গত বছর অর্থাৎ ২০২১ সালের জুনে সমাপ্ত আর্থিক বছরে শেয়ারধারীদের প্রতি শেয়ারের জন্য ৫০ পয়সা করে লভ্যাংশ দিয়েছিল। ওই বছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি ১০ পয়সা মুনাফা করেছিল।