স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের চার প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ সভার দিনক্ষণ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানগুলোর সভায় সমাপ্ত সময়ের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি কোম্পানির মুনাফার চিত্র প্রকাশ করা হবে।
বেক্সিমকো গ্রীণ সুকুক বন্ড: ট্রাস্টি সভা আগামী ০১ ডিসেম্বর বিকাল সাড়ে ৩ টায় দ্বিতীয় অর্ধবার্ষিকীর মুনাফা প্রকাশ করবে। মুনাফা সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২২ ডিসেম্বর নির্ধারণ করেছে।
ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস: পরিচালনা পর্ষদ সভা আগামী ৩০ নভেম্বর বিকেল ৪ টায় প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করবে।
প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স: পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২৯ নভেম্বর বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় প্রথম প্রান্তিক এবং ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
দ্য ঢাকা ডাইং: পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ২৯ নভেম্বর বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ সেপ্টেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।