সকল মেনু

ইপিএস কমেছে ঢাকা ইন্স্যুরেন্সের

স্টাফ রিপোর্টার: বীমা খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারপ্রতি আয় বা ইপিএস কমেছে। কোম্পানির তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টম্বর/২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এমন চিত্র প্রকাশ পেয়েছে।

এ বিষয়ে কোম্পানি সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭০ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৭৮ পয়সা। আলোচ্য সময়ে ইপিএস কমেছে ৮ পয়সা।

আবার, তিন প্রান্তিক মিলে অর্থাৎ, ৯ মাসে (জানুয়ারি-সেপ্টম্বর/২২) শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ১০ পয়সা। -যা আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৪৮ পয়সা। এসময় ইপিএস কমেছে ৩৮ পয়সা।

শেয়ারবাজারে ২০১০ সালে তালিকাভুক্ত ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২২ টাকা ৬৩ পয়সায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top