সকল মেনু

নতুন নামে কনফিডেন্স সিমেন্ট

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পর্ষদ সভায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পরিবর্তে কোম্পানির নতুন নাম হবে কনফিডেন্স সিমেন্ট পিএলসি।

ডিএসই সূত্রে সূত্র জানা যায়, কনফিডেন্স সিমেন্টের নাম পরিবর্তনের বিষয়ে আগামী ৩১ ডিসেম্বর/২০২২, কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি নেয়া হবে। পরবর্তিতে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে কোম্পানিটির নাম পরিবর্তিত হবে।

এ বিষয়ে কনফিডেন্স সিমেন্ট জানায়, রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিতে নতুন নামের জন্য সংঘস্বারক সংশোধন (Amendment of conflict) করবে কোম্পানিটি। পাশাপাশি, পুরাতন নামের জায়গায় নতুন নামে ডকুমেন্ট, লাইসেন্স এবং অন্যান্য তথ্যে পরিবর্তন আনবে কনফিডেন্স সিমেন্ট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top