Homeডিএসই/সিএসইরোববার লেনদেনে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স

রোববার লেনদেনে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স

স্টাফ রিপোর্টার: শেয়ার মার্কেটে তালিকাভুক্তির জন্য সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সমপন্ন করার পর ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড লেনদেন শুরু হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম দিন ১৩.৩০ টাকায় শুরু হয় কোম্পানিটির লেনদেন।

এ বিষয়ে ডিএসই থেকে জানা যায়, লেনদেনের প্রথম দিন কোম্পানিটির অ্যাডজাস্টেড ওপেনিং প্রাইস নির্ধারণ করা হয়েছে ১২.১০ টাকা। তবে, শেয়ার দর ১.২০ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়ে কোম্পানির লেনদেন শুরু হয় ১৩.৩০ টাকায়।

শেয়ার মার্কেটে ’এন’ ক্যাটাগিরিতে শুরু হওয়া ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ট্রেডিং কোড “ICICL” এবং কোম্পানি কোড ২৫৭৫৬।

নতুন লেনদেনে আসা প্রতিষ্ঠানটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) বরাদ্দপ্রাপ্ত শেয়ার ১৩ ডিসেম্বর/২০২২ সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। কোম্পানিটি গত ২০ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত  আইপিও আবেদন সম্পন্ন করেছে।

এর আগে ১৫ সেপ্টেম্বর/২০২২, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৮৩৮তম সভায় আইপিও অনুমোদন করেছে কোম্পানিটির।

আইপিওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ২ কোটি ২৬ লাখ শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ২০ কোটি ২৬ লাখ ১১ হাজার ৬০০ টাকা উত্তোলন করে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি।

আইডিআরএ’র বিধি মোতাবেক, আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলনের পর এ কোম্পানিকে বাধ্যতামূলক শেয়ারবাজারে তালিকাভুক্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি, উত্তোলিত অর্থ ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতে বিনিয়োগ, সরকারি সিকিউরিটিজ, শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যবহার করবে।

সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে প্রতিষ্ঠাটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮২ পয়সা। একই  সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য বা এনএভি (পুন:মূল্যায়ন ছাড়া) দাঁড়িয়েছে ১৭ টাকা  ৪৮ পয়সায়। আর, পুনর্মূল্যায়ন পরবর্তী এনএভি ২০ টাকা ৯৬ পয়সায় দাঁড়িয়েছে।

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও ইসি সিকিউরিটিজ। নিরীক্ষক হিসেবে আছে ইসলাম, আফতাব অ্যান্ড কোং চার্টার্ড একাউন্ট্যান্টস।

বিএসইসির প্রবিধান অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত