Homeখাতওয়ারী সংবাদব্যবসা বাড়াতে নতুন বিনিয়োগে এভিন্স টেক্সটাইলস

ব্যবসা বাড়াতে নতুন বিনিয়োগে এভিন্স টেক্সটাইলস

স্টাফ রিপোর্টার: বস্ত্র খাতের কোম্পানি এভিন্স টেক্সটাইলস লিমিটেড ব্যবসা বাড়াতে নতুন মেশিনারিজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এ কাজে ২০ কোটি ৪১ লাখ ৯৬ হাজার ৬৭০ টাকা ব্যয় হবে কোম্পানিটির।

ফিনিশিং কোয়ালিটি এবং উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য নতুন মেশিন আমদানি করবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে জানিয়েছে কোম্পানিটি।

শেয়ারমার্কেটে ২০১৬ সালে তালিকাভুক্ত এভিন্স টেক্সটাইলস লিমিটেডের অনুমোদিত মূলধনের পরিমাণ ৩৫০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ১৮২ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৫০ কোটি ২৩ লাখ টাকা।

কোম্পানির মোট শেয়ারসংখ্যা ১৮ কোটি ২৯ লাখ ৫২ হাজার। এরমধ্যে উদ্যোক্তা/পরিচালকদের হাতে রযেছে ৩৬ দশমিক ৬৭ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর রয়েছে ২১ দশমিক ৩৫ শতাংশ শেয়ার। বাকি ৪১ দশমিক ৯৮ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত