সকল মেনু

১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন ক্রাউন সিমেন্টের

স্টাফ রিপোর্টার: সিমেন্ট খাতে দেশের খ্যাতিমান প্রতিষ্ঠান ক্রাউন সিমেন্ট পিএলসির ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (২৭ ডিসেম্বর/২০২২) রাজধানীর ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় ২০২১-২০২২ হিসেব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

ক্রাউন সিমেন্ট কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন ভাইস চেয়ারম্যান মো. আলমগীর কবির, ব্যবস্থাপনা পরিচালক মোল্লাহ্ মোহাম্মদ মজনু, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান মোল্লাহ্।

সভায় আরো উপস্থিত ছিলেন- ক্রাউন সিমেন্ট কোম্পানির পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, স্বতন্ত্র পরিচালক জাকির আহমেদ খান ও প্রফেসর ড. এম. আবু ইউসুফ, বোর্ডের প্রধান উপদেষ্টা মাসুদ খান, উদ্যোক্তা শেয়ারহোল্ডার মো. আশরাফুজ্জামান ও মো. আব্দুল আহাদ, প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ্।

কোম্পানির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ও কোম্পানী সচিব মো. মজহারুল ইসলামের সঞ্চালনায় শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভায় পর্ষদ ঘোষিত ১০ শতাংশ লভ্যাংশের পাশাপাশি বিগত অর্থ বছরে কোম্পানির আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয়।

একইসঙ্গে, সভায় নিরীক্ষক ও পরিচালকমন্ডলীর প্রতিবেদন, পরিচালকবৃন্দের নির্বাচন, আসছে ২০২৩ সালের ৩০ জুনে সমাপ্ত অর্থবছরের জন্য বহিঃনিরীক্ষক ও কর্পোরেট গভর্ন্যান্স নিরীক্ষক নিয়োগসহ তাদের পারিশ্রমিক নির্ধারণের বিষয়ে আলোচনা করা হয়।

বার্ষিক সাধারণ সভায় ক্রাউন সিমেন্ট কোম্পানির বিভিন্ন উন্নয়নমূলক দিক আলোকপাত করা হয়। এতে শেয়ারহোল্ডাররা পরিতুষ্ট হয়ে পর্ষদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ক্রাউন সিমেন্ট কোম্পানির ২৮তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডার ও পরিচালনা পর্ষদের সম্মতিক্রমে ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানসহ আলোচিত সব এজেন্ডা অনুমোদিত হয়।

কোম্পানির সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও ধারাবাহিকতার আহ্বান জানান শেয়ারহোল্ডাররা। সভায় শেয়ারহোল্ডারদের স্বতঃফুর্ত অংশ গ্রহণে ধন্যবাদ জানানো হয় পর্ষদের পক্ষে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top