সকল মেনু

লভ্যাংশ অনুমোদন হামিদ ফেব্রিক্সের, নতুন নাম হামিদ ফেব্রিক্স পিএলসি

স্টাফ রিপোর্টার: বস্ত্র খাতে দেশের অন্যতম খ্যাতিমান প্রতিষ্ঠান হামিদ ফেব্রিক্স লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর/২০২২) সকাল ১১টায় রাজধানীর ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় ২০২১-২০২২ হিসেব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন করা হয়।

হামিদ ফেব্রিক্স লিমিটেডের চেয়ারম্যান এএইচএম মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সভ্য ও শেয়ারহোল্ডারগণ।

কোম্পানি সচিব এএসএম মিজানুর রহমানের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় পর্ষদ ঘোষিত ৫ শতাংশ লভ্যাংশের পাশাপাশি বিগত অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। একইসঙ্গে, হামিদ ফেব্রিক্স লিমিটেডের পরিবর্তে কোম্পানির নাম হামিদ ফেব্রিক্স পিএলসি রাখার বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনা পর্ব শেষে সভায়  শেয়ারহোল্ডার ও পরিচালনা পর্ষদের সম্মতিক্রমে ৫ শতাংশ লভ্যাংশের ঘোষণা, কোম্পানির নাম হামিদ ফেব্রিক্স পিএলসি রাখাসহ অনুমোদিত হয় উত্থাপিত সব এজেন্ডা।

শেয়ারহোল্ডারদের স্বতঃফুর্ত অংশ গ্রহণে প্রাণবন্ত এ সভায় পরস্পরের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন শেয়ারহোল্ডার ও পরিচালনা পর্ষদ।

বার্ষিক সাধারণ সভায় হামিদ ফেব্রিক্স লিমিটেডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডেও আলোকপাত করা হয়। এতে তুষ্টচিত্তে শেয়ারহোল্ডাররা বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন কোম্পানির পর্ষদের প্রতি।

শেয়ারমার্কেটে ২০১৪ সালে তালিকাভুক্ত হামিদ ফেব্রিক্স লিমিটেডের অনুমোদিত মূলধনের পরিমাণ ২০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ৯১ কোটি ৫ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৫৫ কোটি ৭০ লাখ টাকা।

কোম্পানির মোট শেয়ারসংখ্যা ৯ কোটি ১০ লাখ ৫৭ হাজার ৩১২টি। এরমধ্যে উদ্যোক্তা/পরিচালকদের হাতে রযেছে ৫১ দশমিক ৩৮ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর রয়েছে ১৭ দশমিক ৭৪ শতাংশ শেয়ার। বাকি ৩০ দশমিক ৮৮ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top