স্টাফ রিপোর্টার: শেয়ারমার্কেটে রিয়েল স্টেট ইনভেস্টমেন্ট ফান্ড গঠন করবে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এনিয়ে আইন তৈরির কাজ চলছে। একইসঙ্গে, হাতে নেয়া হয়েছে টেকনোলজির উন্নয়নে বেশ কিছু প্রকল্প।
ক্যাপিটাল মার্কেট বিষয়ে রাজধানীতে শনিবারের (৭ জানুয়ারি/২০২৩) এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএসইসি কমিশনার ড.শেখ শামসুদ্দিন আহমেদ।
তিনি বলেন, দেশের পুঁজিবাজার উন্নয়নে ইতোমধ্যে চালু করা হয়েছে এসএমই ও এটিবিসহ বেশ কিছু বোর্ড। পাশাপাশি, এ বাজারের বিকাশে রয়েছে আরো কিছু পরিকল্পনা। আগামীতে অনেক নতুন প্রোডাক্ট আসবে বলে তিনি জানান।
বিএসইসি কমিশনার বলেন, অনেক বড় চ্যালেঞ্জের মধ্যেও বেশ সুযোগ রয়েছে। বর্তমানে বাজার অনেক ভালো রয়েছে। শেয়ার কেনার জন্য সময়টি উপযুক্ত। এ সময় শেয়ার কিনে লাভবান হয় মূল বিনিয়োগকারীরা।
কমিশনার আরো বলেন, বিআইসিএম এবং বিএএসএমসহ অনেক প্রতিষ্ঠান কাজ করছে বিনিয়োগ শিক্ষা নিয়ে। আর, পুঁজিবাজারে ব্লু বন্ড (Blue Bond) নিয়ে আসতে আন্তরিকভাবে কাজ করছে বিএসইসি।
তিনি বলেন, বিশেষায়িত বাজারে শিক্ষা ছাড়া বিনিয়োগ করলে ঝুঁকি অনেক বেড়ে যায়। বর্তমানে বিও অ্যাকাউন্টসহ সবকিছু করা যায় অনলাইনে। এর জন্য বিনিয়োগকারীদের নিয়ে প্রতি জেলায় স্পেশাল সেশন করে থাকে বিএসইসি।
শামসুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ বর্তমানে ৩৫তম অর্থনীতির দেশ। ২০৩০ সালের মধ্যে এটি চলে আসবে ২৫-এর মধ্যে। দেশ এগিয়ে যাওয়ার বিষয়ে জনমনে বিশ্বাস রয়েছে। যেকারণে, এখনো অনেক প্রজেক্টের অফার আসে দেশের ব্যাংক সেক্টরে।
তিনি বলেন, ৪ বিলিয়ন ডলারের বিনিয়োগ আসবে দেশের গার্মেন্ট শিল্পে। পুঁজিবাজারে আসতে চাইলে কোম্পানিগুলো রাজস্ব সুবিধার পাশাপাশি আরো কিছু উপযোগিতা চায়। এসব নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে বিএসইসির।
কমিশনার বলেন, যে পরিমাণ বিনিয়োগ ভবিষ্যতে লাগবে, ব্যাংকের মাধ্যমে তা সামাল দেয়া সম্ভব নয়। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দেশের পুঁজিবাজার বলে মনে করেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।