স্টাফ রিপোর্টার: শেয়ারমার্কেটে ১১ লাখ ১৬ হাজার ২৮৮টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন তসরিফা ইন্ডাস্ট্রিজের কর্পোরেট পরিচালক নর্দার্ণ কর্পোরেশন লিমিটেড।
ঢাকা স্টক এক্সেসচেঞ্জ (ডিএসই) সূত্রে সোমবার (৩০ জানুয়ারি/২০২৩) জানা যায়, নর্দার্ণ কর্পোরেশন লিমিটেডের (কর্পোরেট পরিচালক) মালিকানায় ১ কোটি ২০ লাখ ৫৪ হাজার ৫০টি শেয়ার রয়েছে।
নর্দার্ণ কর্পোরেশনের কাছে সংরক্ষিত মোট শেয়ার থেকে পূর্বঘোষিত ১১ লাখ ১৬ হাজার ২৮৮টি শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রি করা হবে।
সূত্র আরো জানায়, ঘোষিত শেয়ারের মধ্যে ৭ লাখ ৪৫ হাজার বিক্রি করা হবে পাবলিক মার্কেটে। আর, ৩ লাখ ৭১ হাজার ২৮৮টি শেয়ার বিক্রি করা হবে ব্লক মার্কেটে।