Homeডিএসই/সিএসইক্রেস্ট সিকিউরিটিজ থেকে বিনিয়োগকারীর ৬৫ কোটি টাকা উধাও

ক্রেস্ট সিকিউরিটিজ থেকে বিনিয়োগকারীর ৬৫ কোটি টাকা উধাও

সিনিয়র রিপোর্টার: ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শহিদুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির অর্থ আত্মসাতের অভিযোগে সোমবার (১৩ মার্চ) দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. রফিকুজ্জামান বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ দণ্ডবিধির ৪০৬ ও ৪০৯ ধারায় এ মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিনিয়োগকারীদের পাওনা ঘাটতি রেখে মোট ৬৫ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার ৪৭৪ টাকা আত্মসাত করেছে কর্তৃপক্ষ।

ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেড এবং এর পরিচালনা পর্ষদের বিরুদ্ধে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জকে আইনগত ব্যবস্থা নিতে পল্টন মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেন।

সেই অভিযোগে উল্লিখিত অপরাধ দুদকের তফসিলভুক্ত হওয়ায় পল্টন থানা পুলিশ অভিযোগটি এজাহার হিসেবে না নিয়ে পল্টন থানার জিডিভুক্ত করে দুদুক বরাবর পাঠায়।

অভিযোগের অনুসন্ধানপূর্বক দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. রফিকুজ্জামান ও মো. তানজির হাসিব সরকারের সমন্বয়ে গঠিত টিম ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের এমডি মো. শহিদুল্লাহ বিনিয়োগকারীদের অনুমতি ছাড়াই শেয়ার-বিক্রয়লব্ধ অর্থ তসরুপ এবং কোম্পানির হিসেবে বিনিয়োগকারীদের পাওনায় ঘাটতি রেখে মোট ৬৫ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার ৪৭৪ টাকা আত্মসাত করেছেন মর্মে অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করেন। এর প্রেক্ষিতে দুদক মো. শহিদুল্লাহর নামে এজাহার দায়েরের অনুমোদন দিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত