Homeকোয়ার্টার রিভিউআরএকে সিরামিকসের নিট মুনাফ কমেছে ২৩ কোটি ৩৬ লাখ টাকা

আরএকে সিরামিকসের নিট মুনাফ কমেছে ২৩ কোটি ৩৬ লাখ টাকা

সিনিয়র রিপোর্টার: ২০২২ হিসাব বছরে আরএকে সিরামিকসের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬৭ কোটি ১৬ লাখ টাকা। এর আগের বছর এ মুনাফা ছিল ৯০ কোটি ৫২ লাখ টাকা।

সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফ কমেছে ২৩ কোটি ৩৬ লাখ টাকা বা ৩৪ দশমিক ৭৮ শতাংশ।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে আরএকে সিরামিকসের পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ৩০ মার্চ বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল বৃহস্পতিবার।

নির্ধারিত রেকর্ড ডেটের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার পুনরায় লেনদেন শুরু করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড।

বোরবার শেয়ার দরের চিত্র

রোববার কোম্পানির শেয়ারপ্রতি দর ছিল ৪২.৯০ টাকা। বাজার মন্দার কারণে গত বছরের নভেম্বর মাস থেকে শেয়ারদরের উর্দ্ধ ও নিম্ন গতি নেই।

এর আগে গত বৃহস্পতিবার রেকর্ড ডেট-সংক্রান্ত কারণে কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত