স্টাফ রিপোর্টার: বীমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি সর্বশেষ ৩১ ডিসেম্বর-২০২২ সমাপ্ত হিসাব বছরের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করে।
প্রাইম ইসলামী লাইফের পরিচালনা পর্ষদ কর্তৃক বৃহস্পতিবার (২৩ মার্চ) অনুষ্ঠিত সভায় আলোচ্য সময়ের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
পুঁজিবাজারে ২০০৭ সালে তালিকাভুক্ত এ প্রতিষ্ঠান লভ্যাংশ অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে আগামী ২৯ মে। আর, এর জন্য আগামী ১৭ এপ্রিল রেকর্ড তারিখ নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।