আপডেট : মার্চ ৩০, ২০২৩ , ৮:২১ অপরাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগ সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির এ উদ্যোগ পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে ফান্ডগুলোকে আরো বেশি আগ্রহী করতে ভূমিকা রাখবে।
বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে বৃহস্পতিবার (৩০ মার্চ) অনুষ্ঠিত ৮৬২তম কমিশন-সভায় এ অনুমোদন দেয়া হয়।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটির (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে মুখপাত্র জানান, বিএসইসির কমিশন সভায় পুঁজিবাজারের মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগ সীমা পুননির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, ফান্ডগুলোর বর্তমান বিনিয়োগ সীমা শতকরা ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ৮০ করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
বিএসইসির মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগ সীমা বাড়ানোর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পুঁজিবাজার বোদ্ধারা। এতে বাজারে ইতিবাচক ধারা ফিরে আসবে বলে মনে করছেন তারা।
শেয়ার করুন-
আপডেট : মার্চ ৩০, ২০২৩ , ৮:২১ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।