আপডেট : এপ্রিল ১৪, ২০২৩ , ৮:৩৮ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড তার প্যারেন্ট কোম্পানি জেঅ্যান্ডএন ইনভেস্টমেন্ট (এশিয়া) লিমিটেড থেকে ৬ কোটি মার্কিন ডলার ঋণ নেয়ার পরিকল্পনা করেছে। ঋণের এ অর্থ কয়েক ধাপে ছাড় করা হবে।
প্রতিষ্ঠান দুটি ঋণ সংক্রান্ত বিষয়ে নিজেদের মধ্যে চুক্তি করেছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
বার্জার জানায়, ব্যাংকে ডলার সঙ্কট থাকায় কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র বা এলসি খোলার বিষয়টি সহজ করতে এই চুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে তা কার্যকর হবে বলে জানিয়েছে পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত এ কোম্পানি।
শেয়ার করুন-
আপডেট : এপ্রিল ১৪, ২০২৩ , ৮:৩৮ পূর্বাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।