স্টাফ রিপোর্টার: ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডে উম্মোচিত হলো সম্ভাবনার নতুন দ্বার। যুক্তরাষ্ট্রের বাজারে ওষুধ রফতানির অনুমোদন পাওয়ায় প্রতিষ্ঠানটির পালে লেগেছে সুবাতাস।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে গত মঙ্গলবার (২ মে) একমি ল্যাবরেটরিজের ওষুধ রফতানির বিষয়ে প্রতিবেদন প্রকাশ পায়।
প্রতিবেদনে দেয়া তথ্যানুসারে, একমি ল্যাবরেটরিজে উৎপাদিত পেশির ব্যথা নিরাময়ক ওষুধ ক্লোরজক্সাজোন ৫০০ মিলিগ্রাম ট্যাবলেটের স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসক (এফডিএ)। কোম্পানির সলিড ডোজ ইউনিটে (এসডিইউ-ইউনিট ২) উৎপাদন করা হয় এ ট্যাবলেট।
পণ্যটি যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশে খাদ্য ও ওষুধ প্রশাসকের স্বীকৃতি পাওয়ায় কোম্পানির ব্যবসায়ীক বিস্তারে বিপুল সম্ভাবনা তৈরি হবে বলে মনে করে একমি কর্তৃপক্ষ।