স্টাফ রিপোর্টার: জ্বালানী ও শক্তি খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিডিএল) সাবসিডিয়ারি বা, সম্পূরক প্রতিষ্ঠান ইউনাইটেড জামালপুর পাওয়ার, ইউনাইটেড আনোয়ারা পাওয়ার ও ইউনাইটেড এনার্জি পাওয়ার লিমিটেড শেয়ারহোল্ডারদের অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দেবে। প্রতিষ্ঠানগুলো গত ৩১ মার্চ-২০২৩, সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।
ইউপিজিডিএলের গত রোববারের (৩০ এপ্রিল) পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
ডিএসই আরো জানায়, সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলো ইউপিজিডিএলের ৯৯ শতাংশ শেয়ারের মালিক।
ইউনাইটেড জামালপুর পাওয়ার লিমিটেড: প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের জন্য শেয়ারপ্রতি ২৬০ টাকা অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩১ মার্চ-২০২৩, সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রতিষ্ঠানটির ২৬০ কোটি টাকা ভিত্তির উপর এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
ইউনাইটেড আনোয়ারা পাওয়ার লিমিটেড: প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের জন্য শেয়ারপ্রতি ৫৫৫ টাকা অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩১ মার্চ-২০২৩, সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রতিষ্ঠানটির ৫৫৫ কোটি টাকা ভিত্তির উপর এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
ইউনাইটেড এনার্জি পাওয়ার লিমিটেড: প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের জন্য শেয়ারপ্রতি ১ লাখ ৭ হাজার ৫ শত টাকা অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩১ মার্চ-২০২৩, সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রতিষ্ঠানটির ৩২২ কোটি ৫০ লাখ টাকা ভিত্তির উপর এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।