সকল মেনু

কটলার সিইও অফ দা ইয়ার সম্মাননা পেলেন আলী রেজা

স্টাফ রিপোর্টার: ইস্টার্ণ ব্যাংক লিশিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার ‘কটলার সিইও অফ দা ইয়ার ২০২৩’ সম্মাননা লাভ করেছেন।

মার্কেটিংয়ের জনক খ্যাতিমান ব্যাক্তিত্ব ড. ফিলিপ কটলারের সম্মানে এই পুরষ্কারের মাধ্যমে ব্যাতীক্রমধর্মী মার্কেটিং ক্যাম্পেইন, উদ্যোগ, পেশাদার হিসেবে এই পুরস্কার দেয়া হয়।

যারা বাংলাদেশের মার্কেটিং ও ব্যাবসা খাতে তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে তাদের সম্মাননা জানানো হয়।

সোমবার (২২ মে) রাজধানীর শেরাটন ঢাকা হোটেলে মডার্ণ মার্কেটিং সামিট ২০২৩ এ বাংলাদেশে এই সম্মানজনক পুরষ্কারের প্রবর্তন করার পর প্রথমবারের মতো মনোনীতদের স্বীকৃতি জানানো হয়। অনুষ্ঠানটির আয়োজন করে নর্দার্ণ এডুকেশন গ্রুপ এবং পাওয়ার্ড বাই শীর্ষস্থানীয় মার্কেটিং কন্সালটেন্সী প্রতিষ্ঠান কটলার ইমপ্যাক্ট ইনকর্পোরেশন।

পুরস্কার গ্রহণের পর আলী রেজা ইফতেখার তার প্রতিক্রিয়ায় বলেন, মর্যাদাপূর্ণ সিইও অফ দা ইয়ার পুরস্কার প্রাপ্তি আমার জন্য অত্যান্ত সম্মানের ব্যাপার। আমি বিনীতভাবে এই স্বীকৃতি গ্রহণ করছি এবং এই পুরস্কারের জন্য আমাকে যোগ্য হিসেবে বিবেচনা করায় বিচারক প্যানেলকে ধন্যবাদ জানাই।

ইস্টার্ণ ব্যাংকে আমরা যে টীম ওয়ার্ক এবং এক্সিলেন্স কালচারের প্রতি যে প্যাশন তৈরি করতে পেরেছি, এই প্রাপ্তি তারই ফল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top