স্টাফ রিপোর্টার: যমুনা ব্যাংকের ২২তম বার্ষিক সাধারণ সভা বুধবার (২১ জুন) সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম।
সভায় সকল শেয়ারহোল্ডারদের ২০২২ সালের জন্য ১৭ দশমিক ৫ শতাংশ নগদ এবং ৮ দশমিক ৫ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করা হয়। এছাড়াও ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত বছরে ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উত্থাপন করা হয়।
সভায় ব্যাংকের সকল পরিচালক, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং উল্ল্যেখযোগ্য শেয়ারহোল্ডারগণ উপস্থিত ছিলেন। শেয়ারহোল্ডারগণ ব্যাংকের কার্যক্রমের ওপর তাদের মতামত ব্যক্ত করেন এবং নানাবিধ বিষয়ে প্রস্তাবনা পেশ করেন।
শেয়ার করুন-
প্রকাশ : জুন ২২, ২০২৩ , ৫:০৪ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।